সবখানেতে ভেজাল আর ফরমালিনেতে ভরা। দেশটা জুড়ে ভেজালে প্রকট আকার ধারণ করেছে। ধর্মের ব্যাখায় ভেজাল, রাজনীতিতে, বক্তৃতায়, আইন শৃংখলায়, বিচার বিভাগে, প্রেমে, দাম্পত্য জীবনে, ঔষধ, প্রসাধনী, পানি, ফলমূল, পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্যে, টাকা, বন্ধুত্বের সম্পর্কে ও আচরণে এমন কোন জিনিস নাই ভেজাল যেখানে ছড়িয়ে পড়েনি। জন্ম থেকে কোমল শিশুরা ভেজাল খাদ্যের শিকার। টাকা দিয়ে যত্ন করে বিষ খাদ্য কিনে খাই।
তাইতো আমাদের মনমানসিকতা মোটেও সুস্থ নয়। বিষে ভরা মানব দেহের সবাঙ্গে ফরমালিনের কনিকায় ঢুকে মানুষের স্মৃতি শক্তি মেধাহীন। কর্মক্ষমতাহীন এবং যৌবনের অধঃপতন। শারীরিক অক্ষমতা, প্রতিটি মানুষের শরীরে কঠিন ও যন্ত্রণাদায়ক রোগে বাসা বেঁধে অসময়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
এই সব ভেজাল প্রয়োগকারী খুনীদের ব্যাপারে কেন সরকার এবং তার দপ্তর ও জনগণ উদাসীন তা বোধগম্য নয়। এর প্রতিকারের জন্য দ্রুত কঠোর পদক্ষেপ এবং সচেতনতা প্রয়োজন।