বাগীশিক মহানগর সংসদের যুগপূর্তি

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের যুগপূর্তি উৎসব ও বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২২ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উত্তম মহাজন নব’র সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। ২য় অধিবেশনে যুব ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর বেণু কুমার দে।

বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে ৩য় অধিবেশনে ধর্মসম্মিলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক অজয় কৃষ্ণ দাশ মজুমদার। বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় ১ম, ২য় ও ৩য় পর্বে উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমাার শর্মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও সংগঠনের উপদেষ্টা আশুতোষ সরকার।

অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে ও উত্তম কুমার শীল ও আনন্দ চক্রবর্তীর সঞ্চালনায় ধর্মসম্মিলনে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, দিলীপ কুমার শীল, তপন কান্তি রায়, শিবু প্রসাদ দত্ত, ডা. অঞ্জন কুমার দাশ, অমল দাশ, তপন কান্তি ধর, শম্ভু দাশ, লায়ন কৈলাশ বিহারী সেন, অমল দাশ প্রমুখ। অনুষ্ঠানে বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি গীতা প্রশিক্ষক দিলীপ কুমার ভট্টচার্য্য ও গীতা প্রশিক্ষক তপন কান্তি নাথ তপুকে শিক্ষক সম্মননা, মহানগর সংসদের উপদেষ্টা ও পৃষ্টপোষকদের সম্মাননা স্মারক এবং গীতা স্কুলের শিক্ষকদের সম্মাননা ও বার্ষিক গীতা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধবই নিঃসঙ্গ মুহূর্তে উত্তম অন্তরঙ্গ সঙ্গী