গাউসিয়া কমিটি ডেইলপাড়া শাখার মিলাদ মাহফিল

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি দক্ষিণ পতেঙ্গা ডেইলপাড়া শাখার উদ্যোগে ৩২তম পবিত্র শোহাদায়ে বদর দিবস উদযাপন উপলক্ষে ১৭ রমজান দাওয়াতে খায়র মজলিশ, ইফতার মাহফিল ও আজিমুশান নূরানি মাহফিল চড়িহালদার মোড় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি ডেইলপাড়া শাখার সভাপতি মোহাম্মদ ওকার উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আবুল বশর কন্ট্রাক্টর, মুহাম্মদ কায়দা আজম, মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান বক্তা ছিলেন গাউসুল আযম জামে মসজিদ ঢাকার খতিব শায়েখ আল্লামা আব্দুল রহিম আল আজহারি, বিশেষ বক্তা ছিলেন তৈয়্যবিয়া তাহেরিয়া ডেইলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান আলী রজবী, মাওলানা ছৈয়দ আহাম্মদ, মাওলানা মনিরুল হাসান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শাহাদাত আলী হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজান মুমিন হৃদয়ে পবিত্র শিহরণ জাগায় : নদভী
পরবর্তী নিবন্ধবিএনপির নেতা-কর্মীরা জনগণের পাশে আছে