বছরের প্রথম বৈশাখী ঝড় আজাদী অনলাইন | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১২ অপরাহ্ণ বৈশাখীর প্রথম বৃষ্টিতে ছাতা হাতে পথচারীরা। ছবিটি আজ সকাল ১০টায় জামালখান থেকে তোলা-আজাদী বৈশাখের প্রথম সপ্তাহেই কালবৈশাখীর রুদ্ররূপ দেখলো নগরবাসী। বুধবার (২০ এপ্রিল) সকালে ১০ মিনিটের তাণ্ডবে উড়ে গেছে কারও ঘরের ছাউনি, ভেঙেছে গাছপালা। বৈশাখী বৃষ্টিতে ভিজেছে পথচারীরা। দুপুরে শোনা গেছে মেঘের গর্জন।