লোহাগাড়ায় গাছ কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:০৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে গাছ কাটতে গিয়ে জিল্লুর রহমান (৪২) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিল্লুর রহমান একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওলা মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য তৈয়ব আলী আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে কাঠ ব্যবসায়ী জিল্লুর রহমান তার ক্রয়কৃত গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ঢাল তার গায়ের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত ২
পরবর্তী নিবন্ধবছরের প্রথম বৈশাখী ঝড়