আইআইইউসির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল গতকাল সোমবার চট্টগ্রাম ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সভাপতি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। তিনি বলেন, আইআইইউসিতে মুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষার পরিবেশ বিরাজ করছে। টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে এই রমজান।
বিওটির সদস্য ও প্রেস, পাবলিকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, প্রফেসর মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, প্রফেসর ড. ফসিউল আলম, রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর, মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রফেসর আবদুর রহিম, মুহাম্মদ বদিউল আলম, আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক শফিউর রহমান, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, হাসান ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।