প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীর অভিযুক্ত

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ঢাকার পল্লবী থানায় দায়ের করা প্রতারণার এক মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালতে গতকাল সোমবার হেলেনাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।

আদালতের কর্মচারী আমিনুল ইসলাম জানান, অভিযোগ গঠনের সময় হেলেনা জাহাঙ্গীরসহ অন্য চার আসামি নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তাদের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে পাঁচটি আবেদন হলেও তা নাকচ করে বিচারক আগামী ২৫ মে সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ঠিক করে দেন। খবর বিডিনিউজের।

অন্য আসামিরা হলেন- আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান। এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার এবং জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন। নিজেকে তিনি আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দিতেন।

পূর্ববর্তী নিবন্ধএবার আর্থিক প্রতিষ্ঠানে সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধমা মাছের বিচরণে হালদায় বেড়েছে চোরদের তৎপরতা