হাটহাজারীতে বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে মো. হাবিবুল্লাহ ( ৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ রোববার ভোরে পৌরসভার ২নং ওয়ার্ডের আমিনুল হক সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আতহত্যাকারী যুবক স্থানীয় আবদুর রাজ্জাকের পুত্র। নিহতের পিতা আব্দুর বাজ্জাক জানান, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভুগছিল। রোববার প্রতিদিনের মত সেহেরী খেয়ে আমি নামাজ পড়তে চলে যায়। এ সুযোগে পরিবারের অজান্তে
সে বাড়ির পিছনে বাঁশের সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে হাটহাজারী থানার এসআই নুরে হাবিব বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা সেটি এখনো জানা যায়নি।