সেহেরী খেয়ে হাটহাজারীতে যুবকের আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৩:১৬ অপরাহ্ণ

হাটহাজারীতে বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে মো. হাবিবুল্লাহ ( ৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ রোববার ভোরে পৌরসভার ২নং ওয়ার্ডের আমিনুল হক সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আতহত্যাকারী যুবক স্থানীয় আবদুর রাজ্জাকের পুত্র। নিহতের পিতা আব্দুর বাজ্জাক জানান, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভুগছিল। রোববার প্রতিদিনের মত সেহেরী খেয়ে আমি নামাজ পড়তে চলে যায়। এ সুযোগে পরিবারের অজান্তে
সে বাড়ির পিছনে বাঁশের সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে হাটহাজারী থানার এসআই নুরে হাবিব বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা সেটি এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধএকদিন পর চট্টগ্রাম আবার করোনাশূন্য
পরবর্তী নিবন্ধসিআইইউর ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান