এসেছে বৈশাখ শাকিব হুসাইন | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ আজকে আকাশ সাদা গায়ে নীল মেখেছে নীল মেঘ পরিরা আকাশ পাড়ে হাসছে খিলখিল। ফুলের গায়ে বসে ডাকে প্রজাপতির মা রংবাহারি পোশাক পরে মেলায় তোরা যা। আজকে পাখি সকাল সকাল ডাক দিয়ে যায় ডাক কই রে তোরা মেলায় যাবো এসেছে বৈশাখ।