চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে সাহিত্য সন্ধ্যা গত ৪ এপ্রিল আন্দরকিল্লাস্থ কার্যালয়ে বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন চবি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচক ছিলেন আশীষ সেন, চয়ন চক্রবর্তী, রাশিদুল ইসলাম, বিজয় চৌধুরী, সোমা মূৎসুদ্দী, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সজল দাশ, স্বপন সেন, কানুরাম দে, অশেষ দাশ, সঙ্গীতা চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।