দেশে প্রতি পাঁচজনে একজন ভুগছেন উচ্চ রক্তচাপে

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

দেশে প্রতি পাঁচজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন জানিয়ে চিকিৎসকরা বলছেন, হৃদরোগের প্রধান কারণ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত ওয়েবিনারে এ তথ্য তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজের।
ওয়েবিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক শামীম জুবায়ের বলেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক এবং কিডনির ক্ষতি হয়।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে ২৫ শতাংশ কমানোর জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষমাত্রা পূরণ করাটা অত্যন্ত জরুরি। এজন্য ব্যাপক জনসচেতনতার পাশপাশি চিকিৎসা কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন এই চিকিৎসক।
আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ ওয়েবিনারের আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধলরিচাপায় পিতা- পুত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধএক দশকে সামুদ্রিক কচ্ছপ কমেছে ৯০ ভাগ