হাটহাজারীতে আয়শা আকতার (২০) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ রফিকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আয়শা স্থানীয় মাহফুজুল ইসলামের স্ত্রী। নিহত আয়শা আক্তারের আহমেদ রেজা নামে ১০ মাসের শিশু সন্তান রয়েছে।
৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার নাছির উদ্দিন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার বছরখানেক ধরে অসুস্থ। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে তিনি জানান। পুলিশ উপ-পরিদর্শক রফিক বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।