গাওহার সিরাজ জামিলের জাতীয় রফতানি ট্রফি গ্রহণ

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বিকেএমইএর সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক (নীটওয়্যার) খাতে মেসার্স ফোর এইচ ফ্যাশন লিঃ এর পক্ষে জাতীয় রফতানি ট্রফি (রৌপ্য) এবং মেসার্স ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিঃ এর পক্ষে জাতীয় রফতানি ট্রফি (ব্রোঞ্জ) গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকার ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে বৈসাবি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর আত্মহত্যা