‘আসুন সবাই স্বাক্ষর করি, ধর্ষণ মুক্ত সমাজ গড়ি’ স্লোগানে ধর্ষণের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। দৈনিক আজাদী কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার চরণদ্বীপ ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন, তার মেয়ে সুমাইয়া জান্নাত খুশি, সংগঠনের প্রতিষ্ঠাতা সুজন বড়ুয়া, অভিষেক বড়ুয়া ও চন্দ্রিমা বড়ুয়া।
প্রথম পর্বে ৫ কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে বলে এ কর্মসূচির উদ্যোক্তারা জানিয়েছেন। এ ছাড়া স্বাক্ষর প্রদানকারী ১১১১ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলেও জানান উদ্যোক্তারা।