পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিনিময় করা যাবে। খবর বাসসের।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা ১০০টি করে মোট ১৮ হাজার টাকা নিতে পারবেন।
১০ টাকার নতুন নকশার নোট : এদিকে বিডিনিউজ জানায়, প্রচলিত নোটে কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন নকশায় তৈরি ১০ টাকার নোট আগামী রোববার বাজারে আসছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন নোটেও প্রচলিত ১০ টাকার নোটের মূল রং ও নকশা এবং আকার অপরিবর্তিত থাকছে। তবে নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি লালচের পরিবর্তে সাদা হবে। গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙের হবে। নতুন নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ থাকবে না। নোটের আকার দৈর্ঘ্যে আর প্রস্থে আগের মতোই থাকছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার তাদের মতিঝিল অফিস এবং পরবর্তীতে তাদের অন্যান্য অফিস থেকে নতুন ১০ টাকার নোট সরবরাহ করা হবে। সেইসঙ্গে জানানো হয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও চালু থাকবে।












