সুপ্রিম কোর্টে ইমরানের ভাগ্য নির্ধারণ ফের পেছাল

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানে অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণী রায় আবার পিছিয়েছে। গতকাল দ্বিতীয় দিনের মতো বিষয়টি নিয়ে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি। শুনানি আরেক দফায় আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছে আদালত। খবর বিডিনিউজের।
পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল মঙ্গলবারের শুনানিতে বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতিতে কোনো হস্তক্ষেপ করে না। কেবল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির রুলিংয়ের বৈধতাই আদালত খতিয়ে দেখবে। সংসদ ভেঙে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব বাতিলের পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে যেসব পিটিশন দাখিল হয়েছে, তার শুনানি সোমবার শুরু হওয়ার পর সেদিনই আদালতের সিদ্ধান্ত আসতে পারে বলে প্রথমে ধারণা করা হচ্ছিল। কিন্তু পরে তা মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করে আদালত। এরপর মঙ্গলবারের শুনানিতে বিরোধী পক্ষের আইনি যুক্তিতর্ক শেষে আদালত বুধবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মুলতবি করা হয়। আজ ইমরান খানের দলের কথা শুনবে আদালত।
এরপর আদালত পার্লামেন্ট পুনর্গঠন করা, নতুন নির্বাচন ডাকা কিংবা ইমরান খানের আবার নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ ঘোষণা করতে পারে, যদি তিনি অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন বলে প্রমাণিত হয়। আবার পার্লামেন্টের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও সিদ্ধান্ত নিতে পারে।
সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের বেঞ্চ কখন সিদ্ধান্ত দিতে পারে তা জানায়নি। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছেন, এ মুহূর্তে আমরা আইন ও সংবিধান দেখছি। আমরা কেবল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা দেখতে চাই ডেপুটি স্পিকারের রুলিং আদালত পর্যালোচনা করে দেখতে পারে কিনা। এখানে আমরা নীতির বিষয় আনতে চাই না।

পূর্ববর্তী নিবন্ধদুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঈদ বাজার ঘিরে ডাকাতির প্রস্তুতি