রাঙ্গুনিয়ায় বেশি দামে পণ্য বিক্রি করায় সাতজনকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোড়কে লেখা মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা ও দোকানে মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে তের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) রোয়াজার হাট এলাকায় এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “মোড়কে লেখা মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা না থাকায় বাজারের ব্যবসায়ী মো. রাসেল, আহম্মদ হোসেন, শহীদুল ইসলাম, অলি আহমদ, মো. মোস্তফা ও মো. ইউসুফকে দুই হাজার টাকা করে ও মো. আশরাফকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রোজার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।”

পূর্ববর্তী নিবন্ধহালখাতার জৌলুসে লাল খাতার গুরুত্ব
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ৯ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা