মীরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানার অন্তর্গত মস্তাননগর সোনাপাহাড় ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে চট্টগ্রামমুখী দুই ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহত দুজনই যমুনা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ড্রাইভার এবং হেলপার।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রামমুখী বিআরটিসির একটি গাড়ির পিছনে যমুনা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যমুনা গ্যাস কোম্পানির ট্রাকের সামনের অংশ পুরোটাই দুমড়ে-মুচড়ে যায়। আহত ট্রাক ড্রাইভারের নাম এনামুল হক। তিনি মীরসরাই উপজেলার গাছবাড়িয়ার বাসিন্দা। হেলপারের নাম জয়। তার বাড়ি চৌদ্দগ্রাম। আহত দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মনির আহম্মদ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। আহত ড্রাইভার এবং হেলপার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।