ড. নাজনীন কাউসারের এএএবি পুরস্কার লাভ

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে অস্ট্রেলিয়া এলামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (AAAB) পুরস্কার অর্জন করেছেন সরকারের যুগ্ম সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার অর্জন করেন। শুক্রবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, ঢাকার মাল্টিপারপাস হলে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
ড. নাজনীন কাউসার চৌধুরী বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের উত্তর কাট্টলীর নাজিরবাড়ির সন্তান। চট্টগ্রামের অন্যতম ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর মেয়ে ড. নাজনীন কাউসার দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত।
আয়োজক সূত্রে জানা গেছে, সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, উদ্যোক্তা ও এনজিও, ব্যাংকিং ও অন্যান্য পেশা-এই পাঁচ ক্যাটাগরিতে মোট ৬ জন নারীকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করে অস্ট্রেলিয়া এলামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ। ‘সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস’ ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যে ৩ জন বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন- ড. নাজনীন কাউসার চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহানা ফেরদৌস এবং রোকেয়া খাতুন। এ উপলক্ষে আয়োজিত এওয়ার্ড নাইট-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার ডেপুটি হাই কমিশনার রুয়ান্তি ডেলপিটিয়া, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার ড. সাসা ব্লুমেন এবং বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এম এম মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর্জা আশিক রানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পদবঞ্চিত যুবদল কর্মীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই ট্রাকে সংঘর্ষ আহত ২