বোয়ালখালীতে পদবঞ্চিত যুবদল কর্মীদের বিক্ষোভ

‘টাকায় কেনা’ কমিটি বাতিল করার দাবি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

সদ্য ঘোষিত বোয়ালখালী পৌর যুবদল কমিটিতে পদ বঞ্চিতরা বলেছেন, ‘টাকায় কেনা এ কমিটি মানি না মানবো না, অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের দিয়ে কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় এতে জড়িতদের প্রতিরোধ করা হবে।’ গতকাল রোববার পৌর সদরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক সুলতান আলম জিকু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ডিলার। বক্তব্য রাখেন মহিন উদ্দীন, ওমর ফারুক, মমতাজ, নুরুউদ্দীন, মুসলিম উদ্দীন মোঃ শফি, আব্দুল মাবুদ, মোঃ রনি, মনিরুল ইসলাম, মোঃ বেলাল, শাকিল, মোঃ জুয়েল, শাহাদাত হোসেন, আলমগীর, রোকন, মোরশেদ, সাইয়েম, রমজান, রাশেদ, মিসবাহ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান অলি-গলি প্রদক্ষিণ করে কালুরঘাটে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ৩০ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জমান দুলালের স্বাক্ষরে মোঃ লোকমানকে আহ্বায়ক, জহিরুল ইসলাম রাসেলকে সিঃ যুগ্ম আহ্বায়ক ও ইব্রাহিম চৌধুরী মানিককে সদস্য সচিব করে বোয়ালখালী পৌরসভা যুবদলের কমিটি ঘোষণার পর থেকে এ কমিটি বাতিল চেয়ে নানা কর্মসূচি পালন করে আসছে একটি পক্ষ।

পূর্ববর্তী নিবন্ধফুড ইন্ডাস্ট্রিকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধড. নাজনীন কাউসারের এএএবি পুরস্কার লাভ