পশ্চিমারা রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল তাদের সঙ্গে মহাকাশে সহযোগিতার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের পরিচালক দিমিত্রি রাগোজিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি লেখেন, রাশিয়ার অর্থনীতিকে হত্যা করতে এবং আমাদের জনগণকে হতাশায় ও ক্ষুধায় নিমজ্জিত করতে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বিডিনিউজের। যাতে আমাদের দেশ হাঁটু গেড়ে বসে। নিজেদের লক্ষ্য পূরণে তারা কখনো সফল হবে না, যদিও তাদের উদ্দেশ খুবই পরিষ্কার। এ কারণে আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং মহাকাশে অন্যান্য প্রকল্পে স্বাভাবিক অংশীদারিত্বের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা শুধুমাত্র তখনই সম্ভব যখন শর্তহীনভাবে অবৈধ ওই নিষেধাজ্ঞা সম্পূর্ণরুপে প্রত্যাহার করে নেওয়া হবে। রাগোজিন বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে রসকসমসের সহযোগিতার সম্পর্কের অবসানের প্রস্তাব শিগগিরই রুশ কর্তৃপক্ষকে দেওয়া হবে। এর আগে রাগোজিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে আইএসএস এ যুক্তরাষ্ট্র-রাশিয়া অংশীদারিত্বের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি অবস্থানে থাকলেও গত বুধবার রাশিয়ার দুইজন এবং যুক্তরাষ্ট্রের একজন মহাকাশচারী একই ক্যাপসুলে করে মহাকাশ স্টেশন থেকে কাজাখাস্তানে নিরাপদে ল্যান্ড করেছেন।
রসকসমসের পরিচালকের এসব কথাবার্তা বলার আগেই অবশ্য দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি রুশ মহাকাশ সংস্থাটির সঙ্গে তাদের মঙ্গলগ্রহে প্রাণের চিহ্ন অনুসন্ধানে রোভার মিশন এঙোমার্স পরিত্যক্ত ঘোষণা করে। ব্রিটিশ স্যাটেলাইট ভেঞ্চার ওয়ানওয়েব থেকেও গত মাসে রাশিয়ার বাইকোনুর কসমোড্রোম থেকে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ বাতিল করা হয়।
কাজাখস্তানে রাশিয়ার বাইকোনুর কসমোড্রোম থেকে গত ৪ মার্চ ওয়ানওয়েবের ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। সংস্থাটি এখন তাদের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে ইলন মাস্কের স্পেসএঙ এর সঙ্গে যোগাযোগ করেছে।