চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নির্মিত ৫টি ব্রিজ ও বহদ্দারহাট হতে পাঠানিয়া গোদা পর্যন্ত সড়ক গতকাল বিকেলে উদ্বোধন করা হয়েছে। বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রিজ ও সড়ক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ম. রেজাউল করিম চোধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমযান জহিরুল আলম দোভাষ, সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস , সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী, সিডিএর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইনুদ্দীনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএর প্রায় দশ হাজার কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনী বাংলাদেশ বাস্তবায়ন করছে। গতকাল প্রকল্পের আওতায় নির্মিত পাঁচটি ব্রিজ এবং রাস্তা সিডিএকে হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ৭ টি খাল এবং জুনের মধ্যে আরো ১১টি খাল সেনাবাহিনীর পক্ষ থেকে সিডিএকে হস্তান্তর করা হবে। সিডিএর পক্ষ থেকে এসব রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়া হবে। প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সূত্র জানিয়েছে।