ক্রীড়াঙ্গনে অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা পদক পেলেন সাবেক ফুটবলার এবং সফল ফুটবল কোচ এবং ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম লেদু। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর নিকট থেকে স্বাধীনতা সম্মাননা পদক গ্রহণ করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন ক্লাবে এবং চট্টগ্রাম জেলা দলে খেলেছেন লেদু। এর আগে ১৯৮৩ সাল থেকে ফুটবল প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন সাবেক এই ফুটবলার। ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। নানা প্রশিক্ষণ কর্মসুচিতেও অংশ নিয়েছেন। করেছেন ফুটবল প্রশিক্ষনের নানা কোর্স। বর্তমানে তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি নানা সমং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য, ফুটবল সম্পাদক সহ নানা দায়িত্ব পালন করেন।












