মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার তাদের সঙ্গী হলো ইংলিশ নারী দল। মহিলা বিশ্বকাপের ফাইনালে এখন মুখোমুখি হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দাক্িষণ আফ্রিকাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার হ্যাগলি ওভালে শিরোপা লড়াইয়ে নামবে টুর্নামেন্টের সফল দুই দল। ইংল্যান্ডের বড় সংগ্রহের কারিগর ওয়াট খেলেন ১২৫ বলে ১২ টি চারের সাহায্যে ১২৯ রানের ইনিংস। যদিও পাঁচবার তার ক্যাচ ফেলেছে আফ্রিকান ফিল্ডাররা। আর বল হাতে এক্লেস্টোন ৩৬ রানে ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকাকে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে সেরা বোলিং এটিই। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো ছিল না। ৭৭ রানের মধ্যে ট্যামি বিউমন্ট, হিদার নাইট ও ন্যাট সিভারের উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে অ্যামি জোন্সের সঙ্গে ৪৯ ও পঞ্চম উইকেটে ডাঙ্কলির সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন ওয়াট। শেষ পর্যন্ত তার ইনিংস থামে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে। ডাঙ্কলি আউট হন ৭২ বলে ৬০ রান করে। শেষ দিকে ১১ বলে ৫ টি চারের সাহায্যে ২৪ রানের ক্যামিও খেলেন এক্লেস্টোন। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায়। তৃতীয় ওভারে হারায় আরো একটি উইকেট। তৃতীয় উইকেটে ৩৬ রানের একটি জুটি গড়েন লারা গুডল ও সুনে লিস। কিন্তু এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাদের শেষ ৬ উইকেটটি নেন মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার এক্লেস্টোন। ওয়ানডেতে প্রথম ৫ উইকেট পেলেন তিনি। আর চতুর্থ বোলার হিসেবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচে ৬ উইকেট পেলেন বাঁহাতি এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মিগনন ডু প্রিজ।

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপ খেলবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনের স্বাধীনতা পদক পেলেন ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম লেদু