জাতীয় হ্যান্ডবলের ফাইনালে বিজিবি এবং আনসার

আয়োজক চট্টগ্রাম বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪-১৫ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৪৬-৩৪ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আজ বিকেল সাড়ে তিনটায় এই দু দল শিরোপা লড়াই য়ে মুখোমুখি হবে। এর আগে ৩য় স্থান নির্ধারনী ম্যাচে সকাল ৮ টায় মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এবং চাপাইনবাবগঞ্জ জেলা।
এদিকে গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩২-১২ গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসার ৩২-১২ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৬-১৮ গোলে বান্দরবান জেলা দলকে এবং শেষ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম জেলা দলকে ২৫-২৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল চাপাইনবাবগঞ্জ জেলা দল।
এদিকে জাতীয় হ্যান্ডবলের গত আসরে চতুর্থ স্থান পেলেও এবারে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছে চট্টগ্রামকে। নিজেরা এতবড় আয়োজন করে তৃপ্তির ঢেকুর তুললেও মাঠের লড়াইয়ে চরম ব্যর্থ চট্টগ্রাম। হ্যান্ডবলে চট্টগ্রাম কতটা পিছিয়েছে সেটা বোধহয় এই ফল দেখার পর আর বলার অপেক্ষা রাখেনা। অথচ প্রতি বছরই দেখা যায় হ্যান্ডবল লিগ সহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হয়। আবার কখনো কখনো প্রশিক্ষনের ব্যবস্থা করতেও দেখা যায়।
কিন্তু মাঠের লড়াইয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরতে হলো খালি হাতে। তারপরও বড় আয়োজন নিয়েই যেন সন্তুষ্টি কর্মকর্তাদের। দলের অর্জণ না হোক বড় আয়োজনে নেতৃত্ব দিতে পেরে নিজেরতো বড় অর্জণ হলো। সেটাইবা কম কি ? আজ বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধআজ মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৯৭ কোটি টাকা