চট্টগ্রাম-৯৪ এর ফুটবল ফেস্টিভ্যাল
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এসএসসি-৯৪ চট্টগ্রামের উদ্যোগে দিবারাত্রি ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার হালিশহর পিএইচ আমিন একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। চট্টগ্রাম-৯৪ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইস্কান্দর হোসেন শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯৪ এর প্রধান উপদেষ্টা শেখ মো. রাশেদ, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক শাহাদাত কামাল সবুজ, নুর জাহান মান্তাশা, মুশফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মোরশিদ আলম, মাসুদ পারভেজ, রাশেদুল হক, আনোয়ারা রিনু, শহীদ ইকবাল চৌধরী, মিনহাজ উদ্দীন, নাঈম উদ্দীন মাহমুদ। দিবারাত্রি ফুটবল ফেস্টিভ্যালে চারটি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে প্রথম রাউন্ডে ফ্রেন্ডস ফর এভার ও ফ্রেন্ডস এসসি এবং দ্বিতীয় রাউন্ডে এভারগ্রীন-৯৪ ও ৯৪ গ্লেডিয়েটার্স খেলায় অংশ নেয়।
আনোয়ারা জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বরুমচড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আশরাফ উদ্দীন সিকদার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী আনচার, অধ্যক্ষ মৌ.আবদুল খালেক শওকী, শামশুল আলম বাবু, জসিম উদ্দীন আমজাদী, মিজানুর রহমান সেলিম, আজাদ সিকদার, আলী আকবর, মুরিদুল আলম মুরাদ,মঈন উদ্দীন তরিদ, শহীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর, অনুষ্ঠানর সঞ্চালনায় ছিলেন শিক্ষক মামুনুর রশীদ ও তারেক হাসান ইম। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বন্ধুমহল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
স্বাধীনতা দিবসে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে আগ্রাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম উপকমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু। এসময় উপস্থিত ছিলেন আগ্রাবাদ বয়েজ স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর, চটগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরি পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল, স্বাধীনতা দিবসে ফুটবল কমিটির আহ্বায়ক সাহাদাৎ আলম সাগর, আমিনুল ইসলাম মাসুদ, মাইনুল আমল মিঠু, মো. রাফি, রিজবী, রুবেল দে ও লিমন প্রমুখ।