সাদার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২৭ মার্চ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৯:১৭ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র দ্বিতীয় সমাবর্তন ২৭ মার্চ (রোববার) সকালে অনুষ্ঠিত হবে। বায়েজিদ থানাধীন আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এছাড়াও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা সমাপন করা মোট ৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীকে সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে। এদের মধ্যে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ জন, ভাইস চ্যান্সেলর অনার রুল ৩৯ জন, ডিন অনার রুল ৩৮ জন এবং গ্রাজুয়েটে একাডেমিক এঙিলেন্স পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী।
সমাবর্তন উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাবর্তন আয়োজক কমিটির কো-কনভেনার অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০০২ সালে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে তিনটি অনুষদে (ব্যবসায় প্রশাসন, কলা, সমাজ বিজ্ঞান ও আইন এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ৯টি বিভাগে ব্যাচেলর এবং ৭টিতে মাস্টার্সসহ ১৫টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রসঙ্গ পারাপার
পরবর্তী নিবন্ধঅসামর্থ্য কিডনি রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে হবে