পোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের প্রদর্শনী

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীল কাজ উপস্থাপন করতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের উদো্যগে গতকাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২ দিনব্যাপী ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ৫০ জন শিক্ষার্থীর ১০২ টি ড্রেস ও ১৫ রকমের হ্যান্ডিক্রাফট জুয়েলারির প্রদর্শিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়। তিনি বলেন এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের কাজ মানসম্পন্ন হলে তা রপ্তানি করা সম্ভব যা দেশের অর্থনীতিতে একটা ভালো প্রভাব নিয়ে আসতে পারে।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। তিনি বলেন ফ্যাশন টেক্সটাইলের সাথে খুব জড়িত, আমাদের শিক্ষার্থীরা গার্মেন্টসের ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে রপ্তানিযোগ্য কাপড় তৈরি করতে পারলে ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি পাবে। উদ্বোধনী বক্তব্য রাখেন মানবিক, সমাজ বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন মোহম্মদ ইউনুস। ফ্যাশন ডিজাইন বিভাগের সভাপতি আশরাফুল ইসলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরবর্তী নিবন্ধরাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর আব্দুল্লাহ আল ফারুক