তবে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করবো; এবং হে মাহবুব! আপনাকে তাদের সবার উপর সাক্ষী এবং পর্যবেক্ষণকারীরূপে উপস্থিত করবো।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৪১) সূরা নিসা।
মহান লোকদের সঙ্গে বাস কর এবং জ্ঞানীদের নিকট শিক্ষা গ্রহণ কর এবং দার্শনিকদের সহিত মিলিত হও।
– আল-হাদিস (ছগির)।
যে নিজেকে সংযত করতে পারেন সেই সবচেয়ে শক্তিশালী।
– জন রে।