নগরীর হালিশহরে আলোচিত জামাল হত্যার ঘটনায় েেমা. আব্দুল মাবুদ ওরফে দুলাল (৩৭) নামে এক পলাতক আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ডবলমুরিং থানার পান্না পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাবুদ হালিশহরের রঙ্গিপাড়া (মুন্সিপাড়া) জব্বার কন্ট্রাক্টারের বাড়ির মৃত বাবুল হোসেনের ছেলে। বর্তমানে ডবলমুরিং থানার দাইয়া পাড়ার বকতিয়ারের ভাড়া বাসার বাসিন্দা।
নগর গোয়েন্দা বিভাগের (পশ্চিম) ইন্সপেক্টর প্রিটন সরকার আজাদীকে বলেন, দুই বছর আগে হালিশহর এলাকায় শেখ জামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। সেই মামলায় দীর্ঘদিন ধরে দুলাল পলাতক ছিল। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।