২১ মার্চ প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতের ঘোষণা দেবেন

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতের ঘোষণা দিবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর বিদ্যুৎ ভবনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে এই মিট দ্য প্রেসের আয়োজন করে। খবর বাসসের।
বাংলাদেশ শতভাগ দূষণমুক্ত সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র শুরু করতে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল চর ও প্রত্যন্ত অঞ্চলকে বিদ্যুতের আওতায় নিয়ে এসেছে। নসরুল বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার এক লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল এবং ২১ মার্চ সরকার তার এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বিগত ১৩ বছরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ণ সাফ্যল্য এসেছে। বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দেশের চর সোনারমপুর, আশুগঞ্জ, রাঙ্গাবালি, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, নিঝুম দ্বীপ ও তুকুবাদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিপিডিবি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন, এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহ্‌।

পূর্ববর্তী নিবন্ধনিলাম অযোগ্য ১৮৮ কন্টেনার পণ্য ধ্বংস আগামী সপ্তাহে
পরবর্তী নিবন্ধপাহাড়ি ছড়ার ভূমি দখল করে দেয়াল