দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে

সিপিবির সমাবেশে বক্তারা

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

স্থায়ী রেশনিং চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান, টিসিবির বিক্রি বাড়ানো ও কঠোর হাতে সিন্ডিকেট দমনের দাবিতে গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি কমরেড অশোক সাহা’র সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমরেড মো. শাহ আলম, কানাই লাল দাশ, মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, মছি উদ- দৌলা, প্রদীপ ভট্টাচার্য, জহির উদ্দিন মাহমুদ, মো. জামাল উদ্দিন প্রমুখ। কমরেড মো. শাহ আলম বলেন, সরকারের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। চাল,ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সিন্ডিকেটের দখলে। বক্তারা বলেন, দেশের মধ্যে বর্তমানে সর্বত্রই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।মানুষের শান্তিপূর্ণ জীবন আজ সংকটে রয়েছে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ নৈমিত্তিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে। সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে যা এদেশে কাম্য নয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে টিসিবির পণ্য বিক্রি বাড়াতে হবে এবং স্থায়ী রেশনিং ও গণবন্টন ব্যবস্থা চালু করতে হবে, পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান খুলতে হবে, সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম শিশুদের গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধতরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে