অটিজম শিশুদের গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই

কর্মশালায় বক্তারা

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিশেষত অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের জন্য ‘ওয়ার্কশপ অন সেনসরী ইন্টিগ্রেশন, ওর‌্যাল সেনসরী অ্যান্ড চ্যালেঞ্জিং বিহেভিয়্যার ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালা চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। আওয়ার ব্লেস্‌ড চাইল্ড এবং রূপাস ভিশন অনলাইন পেইজের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন মীরপুর সিআরপির অক্যুপেশনাল থেরাপিস্ট সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী। বক্তব্য রাখেন রূপাস ভিশন এর অ্যাডমিন সুজানা কাফি লিপি এবং আওয়ার ব্লেস্‌ড চাইল্ডের অ্যাডমিন জিনাত রহমান। পাওয়ার পয়েন্টে সুলতানা রাজিয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেন এবং কোন সমস্যার জন্য সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি জরুরি, বাড়িতে কিভাবে এটার ব্যবস্থা করা যায়, শিশুদের মুখগহ্বরের বিভিন্ন সেনসরি সমস্যা যেমন শিশুদের গিলতে, জিহবা নাড়াতে ইত্যাদি বিষয় ছাড়াও ঘরের মা-বাবা কিংবা অন্য সদস্যরা সবাই মিলে একটা টিমওয়ার্কের মাধ্যমে একজন অটিজম আক্রান্ত শিশুকে বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায় সে ব্যাপারে বিশদভাবে ব্যাখ্যা দেন। উল্লেখ্য, চট্টগ্রামে এই প্রথম দুটো ফেইজবুক গ্রুপের যৌথ উদ্যোগে অফলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ এ চৌধুরী আরজুসহ অনেক অভিভাবক ও থেরাপিষ্ট উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে