খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির স্মরণসভা আজ

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির তিনজন স্মরণীয় ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম বিভিন্ন সময়ে প্রয়াত হয়েছেন। স্মরণীয় এই ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বিকাল সাড়ে ৪ টায় থিয়েটার ইনস্টিটিউটে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের ১৬ বছরে পদার্পণে অনন্য আয়োজন
পরবর্তী নিবন্ধজেলে পরিবারের মাঝে জেলা মৎস্য দপ্তরের চাল বিতরণ