বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে কুইজ প্রতিযোগিতা

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো বিশেষ কুইজ প্রতিযোগিতা-২০২২ এর অনুষ্ঠান ধারণ হয়েছে। প্রতিযোগিতাটির বিষয় : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। সিরাজগঞ্জের বিএল উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয়, কুমিল্লার মডার্ন হাই স্কুল, লক্ষীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল, চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোছা. মাহফুজা আক্তারের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নির্বাহী প্রযোজক ইলন সফির।
কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, বিশিষ্ট নাট্যজন আহমদ ইকবাল হায়দার এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে সাহিত্য সেমিনার
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায় ও বরণ