দক্ষিণ পতেঙ্গা বিজয় নগর ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো উন্মুক্ত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার রাতে বিজয়নগর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদ চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন।
চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট মুহাম্মদ জাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুস ছাত্তার কন্ট্রাক্টর, বিজয় নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নাছির উদ্দিন, সমাজসেবক শাসুল আলম, আইয়ুব মাতাব্বর, এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়ার পরিচালক টিটু দেব, কৃষক লীগ নেতা আলী আকবর, নুরুর হুদা রনি, মো. সাদ্দাম, মো. অপু, মো. শাহিন, মো. ইমন, মো. আর্জু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নেছার আলম জানান, ২৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। মাসব্যাপী চলবে সব খেলা। এদিকে, উদ্বোধনী ম্যাচে বিজয় নগর ইয়াং স্টারের বিপরীতে মাঠে নামে দক্ষিণ হালিশহর ক্রীড়া সংঙ্গ। খেলায় ৩৯ রানে দক্ষিণ হালিশহর ক্রীড়া সংঙ্গ জয়লাভ করে।