জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া আসরের অধিভুক্ত ছাত্র বিভাগের ক্রিকেটে হালিশহর গরীবে নেওয়াজ স্কুল ও ছাত্রী বিভাগে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র বিভাগের ফাইনালে গরীবে নেওয়াজ স্কুল ৭ উইকেটে বন্দর কর্তৃপক্ষ স্কুলকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত ছাত্রী বিভাগের ফাইনালে মহিলা সমিতি বালিকা স্কুল ৮ উইকেটে পাহাড়তলী বালিকা স্কুলকে পরাজিত করে।
খেলা শেষে চট্টগ্রামে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের স্পোর্টস রিপোর্টার জাকির হোসেন লুলু। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উপাধ্যক্ষ রেশমিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং নাসিরাবাদ সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক দেবাশীষ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য জামাল হোসেন খান।