চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিন্নষড়জ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির সভাপতি মনোনীত হয়েছেন চবি সঙ্গীত বিভাগের শিক্ষক এ কে এম কৌশিক আহমেদ। গতকাল বুধবার চবি ইতিহাস বিভাগের শিক্ষক দেবাশীষ প্রামাণিকের প্রস্তাবে চবিতে সংগঠনটির যাত্রা শুরু হয়। এতে উপদেষ্টা হিসেবে আছেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান ও ইংরেজি বিভাগের প্রফেসর সুকান্ত ভট্টাচার্য।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংগঠনটি। এ কে এম কৌশিক আহমেদ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি চবি সংগীত বিভাগের শিক্ষক। তিনি বলেন, একজন সংগীতের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে।