বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

২০২২ সালের ভাষার মাসের বিদায় দেয়া হলো শিক্ষার্থী সমাবেশ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে ভাষার মাসের শেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. সাহাবউদ্দিন আহমদ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কলামিস্ট মো. আবদুর রহিম ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু জয় বাংলা ও শিক্ষাঙ্গনে শহীদ মিনার’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সহ-সভাপতি নঈমউদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। আলোচনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির, সিনিয়র সহ-সভাপতি এ কে জাহেদ চৌধুরী, কিরন শর্মা, ডা. মো. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, শহীদুল ইসলাম সুমন, কামাল হোসেন, ফরহাদুল ইসলাম, তানভির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালজয়ী কাব্য
পরবর্তী নিবন্ধসরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে