বিশিষ্ট শিল্পপতি প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের মরদেহ আজ সকালে চট্টগ্রামে আসছে। মরহুমের ছেলে সৈয়দ মোহাম্মদ তানভীর জানান, আমার বাবার মরদেহ বুধবার (আজ) সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। একইদিন সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম ইপিজেড এ নিজ হাতেগড়া শিল্পপ্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা, বাদ জোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা এবং বাদ আসর জন্মস্থান সীতাকুণ্ডের সলিমপুরস্থ নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
মহানগর আওয়ামী লীগ: শিল্পপতি নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মেট্রোপলিটন চেম্বার : চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পপতি নাসির উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালনা পর্ষদ ও সদস্যদের পক্ষ থেকে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যু তার পরিবার, ব্যবসায়ী সমাজ এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন খলিলুর রহমান। উল্লেখ্য, শিল্পপতি নাসির উদ্দিন ব্যাংককের একটি হাসপাতালে বাংলাদেশ সময় গত সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।