সাতকানিয়ায় ভোটের দিন গোলাগুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়ায় ভোটের দিনের গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলাসহ ১০ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম দেলোয়ার হোসেন (৪৩)। তিনি খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়া মতলব চেয়ারম্যানের বাড়ি এলাকার শামসুল ইসলামের পুত্র। সোমবার রাতে বান্দরবানের রেইচা থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সকালে খাগরিয়াস্থ বসতঘরের লাকড়ির ভেতর থেকে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হত্যা, অস্ত্র, মাদক ও ভোটের দিনের গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলাসহ ১০ মামলার আসামি দেলোয়ার হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর ইউনিয়নের রেইচা গোয়ালিয়া ঘোলা দোলিয়াবাগ এলাকা থেকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। পরে দেলোয়ার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে খাগরিয়াস্থ বাড়ির পরিত্যক্ত কক্ষের লাকড়ির ভেতর থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামি দেলোয়ারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, অস্ত্র, মাদক, ভোটের দিন গোলাগুলিসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা ছড়ালে ফিরে আসে ভালোবাসা
পরবর্তী নিবন্ধদেশে ফিরতে চাই