সড়ক দুর্ঘটনায় আহত নুর নবীকে সেবা দানই যেন কাল হলো। যিনি আহত অবস্থায় তাকে প্রথমে নিজের বাসায় এবং পরে হাসপাতালে পাঠালেন, নিয়মিত খোঁজ খবর নিয়ে সুস্থ করে তুলেছেন, তার স্কুল পড়ুয়া মেয়েকেই অপহরণ করলেন নুর নবী! প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ক্ষুদ্ধ নুর নবী বগুড়া থেকে সেই স্কুলছাত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসেন। এ ঘটনায় বগুড়ার সারিয়াকান্দি থানা ও র্যাবের কার্যালয়ে অভিযোগ করেন ওই স্কুল ছাত্রীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে নগরীর সিইপিজেড এলাকা থেকে নুর নবীকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, অপহরণের শিকার স্কুলছাত্রীর বাড়ির পাশে সড়ক দুর্ঘটনায় নুর নবী (২৫) নামে এক যুবক আহত হন। ছাত্রীর বাবা নুর নবীকে উদ্ধার করে বাসায় এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। নিয়মিত খোঁজখবরও রাখেন। সুস্থ হয়ে ওই স্কুলছাত্রীর বাসায় আসা-যাওয়া শুরু করেন নুর নবী। ইতোপূর্বে নুর নবী দুই বিয়ে করেছেন। দুই স্ত্রীকে নিয়ে সংসার করলেও তার চোখ পড়ে ১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রীর ওপর। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন। গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের মেইন গেট থেকে নুর নবী ওই স্কুলছাত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসেন। এ ব্যাপারে ছাত্রীর বাবা অভিযোগ দেন সারিয়াকান্দি থানায়। অভিযোগ যায় র্যাবের কাছেও।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, অভিযোগ পেয়ে র্যাব নুর নবীকে গ্রেপ্তারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিইপিজেড এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৩টার দিকে নুর নবীকে আটক করে র্যাব। তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।