নগরীর কোতোয়ালী থানাধীন জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠ সংলগ্ন বিদ্যুতের ১১ হাজার ভোল্টের একটি খুটি থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠের পাশের একটি খুঁটি বেয়ে উপরে উঠে যায়। খুঁটিতে উঠেই সে বেশকিছু ডিশ ও ইন্টারনেট ক্যাবলে আগুন ধরিয়ে দেয়। এ সময় লোকজন পুলিশ, পিডিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সড়কে দীর্ঘ যানজট লেগে যায়।
এই ব্যাপারে পিডিবির স্টেডিয়াম সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলী ক্যানোয়ার হোসেন আজাদীকে জানান, বিদ্যুতের খুঁটিতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে বসে আছে এমন খবর পেয়ে আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছি।
জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার দৈনিক আজাদীকে বলেন, আলমাস মোড়ের কাছে ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি উঠে যাওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সাথে ওই লোককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়।












