ইউক্রেনের দুটি অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিনের সেখানে রুশ সেনা পাঠানোর ঘোষণাকে ‘জিনিয়াস’ অ্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার বিরোধিতায় নেমে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ নিতে তার ২৪ ঘণ্টার বেশি সময়ও লাগেনি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। খবর বিডিনিউজের। সাবেক এই প্রেসিডেন্ট প্রায়ই তার প্রতিপক্ষের নামে রাষ্ট্রদ্রোহের ‘মিথ্যা’ অভিযোগ আনতেন, কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু হিসেবে নিজেকে প্রমাণ করে যাওয়া বিদেশি এক নেতার পক্ষে তার এ তড়িঘড়ি অবস্থান পশ্চিমা দেশগুলোকেও স্তম্ভিত করে দিয়েছে বলে সিএনএনের এক নিবন্ধে বলা হয়েছে। এক জায়গায় ছিলাম গতকাল, সেখানে একটি টিভি স্ক্রিন ছিল, আমি বলেছিলাম ‘এটা জিনিয়াস।’ পুতিন ইউক্রেনের একটি বড় অংশকে, ইউক্রেনের, পুতিন একে স্বাধীন ঘোষণা করলেন। ওহ, খুবই চমৎকার, ট্রাম্প ‘দ্য ক্লে ট্রাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’তে এমনটাই বলেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন এখন বলছেন, এটা স্বাধীন। ইউক্রেনের বিশাল অংশ। আমি বললাম, কত স্মার্ট এটা?