ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছে ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন চট্টগ্রামের নিভৃতচারী মানুষ আনোয়ারা আলমকে পুরস্কৃত করে যথার্থ মূল্যায়ন করেছে। ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন তাঁর মতো একজন মহীয়সী নারীকে সাহিত্য পুরস্কার দিয়ে যথাযথ সম্মানিত করেছে।
গতকাল শনিবার ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আবুল কাসেম, প্রফেসর রীতা দত্ত, সাবেক সাংসদ সাবিহা মুসা, ড. উদিতি দাশ সোমা, কবি ওমর কায়সার, কবি কামরুল হাসান বাদল, ফয়েজ নুরনাহার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রফিক মিয়া, উপ পরিচালক কবি সুলতানা নুরজাহান রোজী, পরিচালক হারুণ মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ড. আনোয়ারা আলম। প্রেস বিজ্ঞপ্তি।