চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৪.৩৬ শতাংশ

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১১৮ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গত বৃহস্পতিবার চট্টগ্রামের ২ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১১৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৮৪ ও দশ উপজেলার ৩৪ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৫ হাজার ৯০৪ জন। এর মধ্যে শহরের ৯১ হাজার ৫৪৯ ও গ্রামের ৩৪ হাজার ৩৫৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মীরসরাইয়ে ১৩ জন, হাটহাজারী ও সন্দ্বীপে ৪ জন করে, বোয়ালখালীতে ৩ জন, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান ও কর্ণফুলীতে ২ জন করে এবং পটিয়া ও চন্দনাইশে একজন করে রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, আগের দিনও চট্টগ্রামে সংক্রমণ হার ছিল পাঁচের নীচে ছিল। পরিসংখ্যান থেকে দেখা যায়, গেল বছর অর্থাৎ ২০২১ সালের এই দিনেও করোনাভাইরাসের সংক্রমণ হার পাঁচের নীচে ছিল। ওইদিন চট্টগ্রামে ৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ৪ দশমিক ৬৬ শতাংশ। তবে করোনায় এক রোগি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধদেশে দৈনিক শনাক্ত কমে তিন হাজারের নিচে মৃত্যু আরও ২৪
পরবর্তী নিবন্ধএক রানের জয়ে কুমিল্লার তৃতীয় শিরোপা