মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গোরকঘাটা-জনতা বাজার প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোরকঘাটা-জনতা বাজার সড়কের জামালপাড়া নামক স্থানে একটি দ্রুতগামী সিএনজি টেক্সির সামনে হঠাৎ একটি কুকুর ছুটে আসে। এ সময় কুকুরকে বাঁচাতে গিয়ে টেক্সিটি উল্টে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ মোট ৫ জন আহত হন।
আহতরা হলেন রাজয়ার ঘোনা গ্রামের মৃত করিম বকসু মেম্বারের ছেলে ওবায়দুল হক (৩০), তার চাচি মমতাজ বেগম (৬০), ভাই হাফেজ সিরাজুল হক (৩৫) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভার। তারা সিএনজি অটোরিকশাযোগে কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ায় জনৈক নিকট আত্মীয়ের জানাজা নামাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।