কলেজে ভর্তি কার্যক্রম শুরু আজ

মার্চের আগে বেতন নয়

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

কলেজের একাদশে ভর্তিতে ৩য় বা শেষ পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিতদের তালিকাও প্রকাশিত হয়েছে ১৫ ফেব্রুয়ারি। আর প্রাথমিক নিশ্চায়ন শেষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকাও এর মধ্যে কলেজে-কলেজে পাঠিয়ে দেয়া হয়েছে। সে তালিকা দেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো।
আজ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন আদায় করা যাবে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি। অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে মার্চ মাসের আগে বেতন আদায় করা যাবেনা।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মনোনীত হওয়া কলেজে গিয়ে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। তবে মাইগ্রেশনে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নাম মাইগ্রেশন হওয়া কলেজের তালিকায় থাকবে জানিয়ে বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, তারা মাইগ্রেশনে সুযোগ পাওয়া কলেজেই ভর্তি হবে। এরকম প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অটো মাইগ্রেশনে পছন্দের উপরের দিকে থাকা কলেজে সুযোগ পেয়েছে। মাইগ্রেশনে সুযোগ পাওয়ায় প্রথম দফায় মনোনীত কলেজের তালিকায় কিন্তু তাদের নাম থাকবেনা। এদিকে, মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে না পারলেও শিক্ষার্থীদের ভর্তি করানো হবে জানিয়ে কলেজ পরিদর্শক বলেন, সেক্ষেত্রে ১ মার্চের মধ্যে ওই শিক্ষার্থীকে ট্রান্সক্রিপ্টের মূল কপি কলেজে জমা দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআবর্জনা অপসারণের দাবিতে রাস্তায় নামল মানুষ
পরবর্তী নিবন্ধএবার রেলের অস্থায়ী ১৯শ গেট কিপারের আমরণ অনশনের ঘোষণা