‘জরুরি কথা আছে, দরজা খুলেন’

বন্দুকের বাট দিয়ে টিআইবি কর্মকর্তার স্ত্রীকে আঘাত

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার হালকাকারা জালিয়াপাড়ায় পাশের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। সেই বিয়ে নিয়ে মাতামাতি পাড়ালিয়াদের। এই সুযোগে মুখোশপরিহিত একদল দুর্বৃত্ত এক টিআইবি চকরিয়ার সদস্য মহব্বত চৌধুরীর বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দেয়।

তখন ভেতর থেকে কে জিজ্ঞেস করতেই ‘জরুরি কথা আছে, দরজা খুলেন’ বলতেই গৃহীনি জিন্নাত হাবিবা ইয়াছমিন (৪৭) দরজা খুলেন।

এ সময় মুখোশপরা তিনজনকে দেখে ডাকাত বলে চিৎকার দেন গৃহকত্রী। এর পর ভেতরে ঢুকে দরজা আটকে দিয়ে বন্দুকের বাট দিয়ে মুখোশপরা একজন মাথায় আঘাত করেন গৃহকত্রীকে।

এতে তিনি রক্তাক্ত ও জখম হন। একইসময়ে আরেকজন রুমের লাইট ভেঙে দিলে অন্ধকার হয়ে পড়ে। এ সময় বন্দুক ঠেকিয়ে গুলি করার মুহূর্তে আহত গৃহকত্রীর কন্যা মিথিলা অন্ধকারের মধ্যেই দরজা খুলে পাড়ার লোকজনকে চিৎকার দিয়ে ডাকতে থাকেন।

এতে মানুষ জড়ো হতে দেখে মুখোশপরিহিতরা পালিয়ে যায়। এ কারণে ডাকাতবেশে আসা মুখোশপরিহিতরা বাড়ির অন্য কোন মালামাল নিয়ে যেতে পারেনি। ঘটনার সময় তাদের হাতে বন্দুক, ধারালো ছুরি দেখা যায়।

খবর পেয়ে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈনউদ্দিনের নেতৃত্বে পুলিশদল হাসপাতাল ও বাড়িতে গেলে আহত গৃহকত্রী হাবিবা জিন্নাত হাবিবা ইয়াছমিনের কন্যা মিথিলা ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এভাবে।

মিথিলা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা জালিয়াপাড়াস্থ তাদের বাড়িতে ঢুকে মুখোশপরা তিনজন। তারা প্রথমে ঢুকেই মাকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে।

এ সময় গলার চেইন, কানফুল ছিনিয়ে নেয়। এছাড়াও কিছু দূরে লোকজনের গতিবিধি দেখছিল আরো তিনজন। তখন বাড়িতে কোন পুরুষ সদস্য ছিল না।

ঘটনার পর পরই আহত জিন্নাত হাবিবা ইয়াছমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনীর জানান, আহত জিন্নাত হাবিবা ইয়াছমিনের মাথা, হাতসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ায়।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি দৈনিক আজাদীকে বলেন, ‘টিআইবি সদস্য মহব্বত চৌধুরীর বাড়িতে মুখোশ পরে কারা গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ি বা সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে মামলা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধসিগারেট থেকে অনন্যা আবাসিকের পরিত্যক্ত দোকানে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধবিপিএলের তৃতীয় শিরোপা জিতল কুমিল্লা