সিগারেট থেকে অনন্যা আবাসিকের পরিত্যক্ত দোকানে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৫ অপরাহ্ণ

বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি পরিত্যক্ষ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১৫ হাজার টাকা পরিমাণের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকার মতো সম্পদ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুটি গাড়ী গিয়ে আগুণ নিয়ন্ত্রণ করে।

বায়েজিদ স্টেশনের স্টেশন অফিসার মো. তানভীর আহমেদ আজাদীকে বলেন, আগুণ লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধঘারণা করছি, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, অনন্যা আবাসাসিকের এভার কেয়ার হসপিটালের ফেছনের একটি খালি মাঠের ঘাসেও সন্ধার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেটিও আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকচুর ভিতর ৫৬ লাখ টাকার ইয়াবাসহ আটক তিন বোন
পরবর্তী নিবন্ধ‘জরুরি কথা আছে, দরজা খুলেন’